শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ অগ্রাহায়ণ ২৩ ১৪৩০ ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৩
নওগাঁর নিয়ামতপুর, পোরশা ও সাপাহার উপজেলায় সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ-প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
গতকাল শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নওগাঁ জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল এর সিদ্ধান্ত মোতাবেক যুবলীগ নওগাঁ জেলা শাখার আওতাধীন নিয়ামতপুর, পোরশা ও সাপাহার উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে উল্লেখিত উপজেলা সমূহের শুধুমাত্র যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ-প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত জমা দেওয়ার জন্য অনুরুধ করা হলো।
নওগাঁ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায় জানান, আগামী ১৯ ফ্রেরুয়ারি থেকে ২০ ফ্রেরুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত নওগাঁ জেলা যুবলীগের কার্যালয়ে (চকদেব মেইন রোড, নওগাঁ) শাখায় জীবন বৃত্তান্ত জমা নেওয়া হবে।
এবিষয়ে নওগাঁ জেলা যুবলীগের সভাপতি খোদাদাদ খান পিটু বলেন, সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই উদ্দ্যোগ নেওয়া হয়েছে। উপজেলাগুলোতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর ওইসব এলাকায় সংগঠন আরও গতিশীল হবে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
naogaondorpon.com
সর্বশেষ
জনপ্রিয়