ব্রেকিং:
করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব নওগাঁর সাপাহারে বিএসএফের হাতে আটক দুই কলেজ ছাত্র তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী নওগাঁয় মন্দিরের জায়গা দখলের চেষ্টা ও মারধরের প্রতিবাদে মানববন্ধন ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক সরানো হচ্ছে নওগাঁর ঢাকা বাসস্ট্যান্ড নওগাঁয় জানালার গ্রিল কেটে ৩০ ভরি স্বর্ণালঙ্কার ও ৭০ লাখ টাকা লুট

মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫   আষাঢ় ২৪ ১৪৩২   ১২ মুহররম ১৪৪৭

নওগাঁ দর্পন
সর্বশেষ:
করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব নওগাঁর সাপাহারে বিএসএফের হাতে আটক দুই কলেজ ছাত্র তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী নওগাঁয় মন্দিরের জায়গা দখলের চেষ্টা ও মারধরের প্রতিবাদে মানববন্ধন ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক সরানো হচ্ছে নওগাঁর ঢাকা বাসস্ট্যান্ড নওগাঁয় জানালার গ্রিল কেটে ৩০ ভরি স্বর্ণালঙ্কার ও ৭০ লাখ টাকা লুট
১৩৯

সাপাহারে র‌্যাব-৫ এর অভিযানে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: ৮ জুলাই ২০২৫  

নওগাঁ জেলার সাপাহার থানাধীন সাপাহার বাজার এলাকা থেকে হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামী হান্নান আলী (৩২) কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫।

র‌্যাব সূত্রে জানা যায়, ৭ জুলাই ২০২৫ তারিখ বিকাল ৪টার দিকে র‌্যাব-৫ এর সিপিসি-৩ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া হান্নান আলী নওগাঁ জেলার পত্নীতলা থানার গোপীনগর হঠাৎপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

র‌্যাব জানায়, প্রতিষ্ঠার পর থেকে আইন-শৃঙ্খলা রক্ষায় র‌্যাব জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক ও অস্ত্র কারবারি, ছিনতাইকারী, প্রতারক, হত্যা ও ধর্ষণ মামলার আসামীদের গ্রেফতারে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় হত্যা মামলার আসামীদের ধরতে নজরদারি ও অভিযান জোরদার করা হয়।

হত্যাকাণ্ডের ঘটনা সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ ২০২৫ বিকেল ৩টার দিকে নওগাঁ জেলার পত্নীতলা থানাধীন ০৬নং কৃষ্ণপুর ইউনিয়নের গোপীনগর (পানবোরাম) এলাকায় মোঃ জহুরুল ইসলামের দখলীয় জমিতে আম গাছ রোপণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় ১নং বিবাদী আব্দুর রহমানের নির্দেশে ৩৫–৩৬ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জহুরুল ইসলামের পক্ষের লোকদের ওপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হয় জহুরুল ইসলামসহ ৮–১০ জন। পরে ৬ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় জহুরুল ইসলাম ৮ জুন ২০২৫ তারিখে মারা যান।

ওই ঘটনায় নিহতের পুত্রবধূ মোছাঃ ফেন্সি খাতুন বাদী হয়ে পত্নীতলা থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর-১৩, তারিখ ২৮/০৫/২০২৫), যার ধারা ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৫৪/৫০৬(২)/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০ সহ সংযুক্ত ৩০২ ধারা।

পত্নীতলা থানা পুলিশের অনুরোধে র‌্যাব-৫ আসামীদের ধরতে অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে সাপাহার বাজার থেকে এজাহারনামীয় আসামী হান্নান আলীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হান্নান আলীকে পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান ও নজরদারি অব্যাহত আছে।

নওগাঁ দর্পন
এই বিভাগের আরো খবর