ব্রেকিং:
করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব নওগাঁর সাপাহারে বিএসএফের হাতে আটক দুই কলেজ ছাত্র তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী নওগাঁয় মন্দিরের জায়গা দখলের চেষ্টা ও মারধরের প্রতিবাদে মানববন্ধন ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক সরানো হচ্ছে নওগাঁর ঢাকা বাসস্ট্যান্ড নওগাঁয় জানালার গ্রিল কেটে ৩০ ভরি স্বর্ণালঙ্কার ও ৭০ লাখ টাকা লুট

শুক্রবার   ২৯ আগস্ট ২০২৫   ভাদ্র ১৪ ১৪৩২   ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

নওগাঁ দর্পন
সর্বশেষ:
করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব নওগাঁর সাপাহারে বিএসএফের হাতে আটক দুই কলেজ ছাত্র তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী নওগাঁয় মন্দিরের জায়গা দখলের চেষ্টা ও মারধরের প্রতিবাদে মানববন্ধন ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক সরানো হচ্ছে নওগাঁর ঢাকা বাসস্ট্যান্ড নওগাঁয় জানালার গ্রিল কেটে ৩০ ভরি স্বর্ণালঙ্কার ও ৭০ লাখ টাকা লুট
১০৮

রাণীনগরে ‘দায়সারাভাবে’ দেওয়া গাছের চারা নিয়ে শিক্ষার্থীদের অসন্তো

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: ১০ জুলাই ২০২৫  

কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ে ৫০ জন করে শিক্ষার্থীকে কাঁঠাল, বেল, নিম ও জাম গাছের চারা দেওয়া হয়। তবে অভিযোগ উঠেছে, নিম ও জাম গাছের চারা এক থেকে দেড় ফিটের বেশি নয়, যা রোপণের উপযোগী নয় বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

কুজাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী নাফসি বলেন, কিছু গাছের চারা এতটাই ছোট যে, এগুলো রোপণ করে কোনো ফল পাওয়া যাবে না। যদি সবগুলো চারা মধ্যম আকৃতির হতো, তাহলে প্রকৃত উদ্দেশ্য সফল হতো।

ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোত্তালিব বলেন, কাঁঠাল ও বেল গাছের চারা কিছুটা ভালো হলেও অন্য দুটি একেবারেই অপ্রতুল মানের। এসব গাছ রোপণ করে লাভ নেই। এভাবে দায়সারাভাবে একটি ভালো উদ্যোগকেও প্রশ্নবিদ্ধ করা হয়েছে।

এছাড়া গাছ বহনের জন্য বরাদ্দকৃত ভাড়াও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। অনেকেই মনে করছেন, স্থানীয় নার্সারি থেকে মানসম্মত চারা সংগ্রহ করলে এই পরিস্থিতি এড়ানো যেতো।

কুজাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাব্বেল হোসেন বলেন, এই উদ্যোগকে ‘হালাল করার’ জন্যই দায়সারাভাবে শিক্ষার্থীদের মধ্যে মানহীন গাছের চারা বিতরণ করা হয়েছে। এতে শিক্ষার্থীদের আগ্রহও কমে গেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. মোস্তাকিমা খাতুন মুঠোফোনে জানান, জেলা কৃষি বিভাগের নির্দেশনা অনুযায়ী নার্সারি থেকে চারা ক্রয় করা হয়েছে। একই নার্সারি থেকে অধিক সংখ্যক চারা নেওয়ার কারণেই কিছু চারা ছোট হয়েছে বলে জানান তিনি। তবে প্রকল্পে কোনো অনিয়ম হয়নি বলেও দাবি করেন তিনি।

নওগাঁ দর্পন
এই বিভাগের আরো খবর