বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ আশ্বিন ৬ ১৪৩০ ০৬ রবিউল আউয়াল ১৪৪৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩
নওগাঁর রাণীনগরে স্যালাইনের দাম বেশি নেয়া, মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩টি ফার্মেসিকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার দুপুরে উপজেলার কুজাইল বাজার ও হাসপাতাল মোড় এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
এসময় কুজাইল বাজারের বিসমিল্লাহ ফার্মেসীকে ৪ হাজার টাকা, হাসপাতাল মোড়ের হাসান মেডিকেল কর্ণার এন্ড সার্জিকালকে ৩ হাজার ও বিশাল মেডিকেয়ারকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও থানা পুলিশের সদস্যরাও অভিযানের সময় উপস্থিত ছিলেন।
এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত রাখা হবে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
naogaondorpon.com
সর্বশেষ
জনপ্রিয়