ব্রেকিং:
রাণীনগরে বিদ্যুতায়িত হয়ে ভ্যানচালকের মৃত্যু রাণীনগরে প্রশিকার গাছ বিতরণ পত্নীতলায় শিক্ষার্থীদের নামে চাঁদাবাজি, যুবক আটক নওগাঁয় সপ্তাহের ব্যবধানে ধানের দাম কমেছে মনে ১০০ টাকা নিয়ামতপুরে খাল খননে ভাগ্য বদলে দিয়েছে কৃষকের রাণীনগরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

রোববার   ১৩ অক্টোবর ২০২৪   আশ্বিন ২৭ ১৪৩১   ০৯ রবিউস সানি ১৪৪৬

নওগাঁ দর্পন
সর্বশেষ:
রাণীনগরে বিদ্যুতায়িত হয়ে ভ্যানচালকের মৃত্যু রাণীনগরে প্রশিকার গাছ বিতরণ পত্নীতলায় শিক্ষার্থীদের নামে চাঁদাবাজি, যুবক আটক নওগাঁয় সপ্তাহের ব্যবধানে ধানের দাম কমেছে মনে ১০০ টাকা নিয়ামতপুরে খাল খননে ভাগ্য বদলে দিয়েছে কৃষকের রাণীনগরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
২১০

পত্নীতলায় শিক্ষার্থীদের নামে চাঁদাবাজি, যুবক আটক

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৪  

নওগাঁর পত্নীতলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের নাম ভাঙিয়ে  চাঁদাবাজির অভিযোগে আরিফ নামে এক যুবককে আটক করেছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে পত্নীতলা থানায় এজাহার দাখিল করেন শিক্ষার্থীদের পক্ষে কাজী নাজমুল হাসান।

থানার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যা অনুমান সাড়ে সাত টার দিকে শিক্ষার্থীরা জানতে পারেন কয়েকজন  যুবক সাধারণ শিক্ষার্থীদের নাম নিয়ে উপজেলার মামুদপুর চৌধুরীপাড়ার বিভিন্ন বসতবাড়ীর মানুষের কাছে চাঁদা আদায় করছেন । সংবাদ পেয়ে কাজী নাজমুল সহ বৈষমাবিরোধী শিক্ষার্থীবৃন্দ একটু পরেই ঘটনাস্থল  মামুদপুর চৌধুরীপাড়া গ্রামের মৃত চানিক চৌধুরীর স্ত্রী শেফালী রানী (৩২) এর বসতবাড়ীর গেইটের সামনে কাচা রাস্তায় আসামী  মামুদ পুর মধ্য পাড়ার তমিজ উদ্দীনের ছেলে মোঃ আরিফ হোসেন(৩৫) কে দেখতে পান।  শিক্ষার্থীদের দেখে আসামী মোঃ আরিফ হোসেন  দৌড়ে পালানোর চেষ্টা করলে  শিক্ষার্থীবৃন্দ তাকে  আটক করেন।

আসামী মোঃ আরিফ হোসেনকে  জিজ্ঞাসাবাদ করলে সে বৈষমাবিরোধী আন্দোলনের ছাত্রদের নাম  করিয়া শেফালী রানীর নিকট পাঁচ হাজার টাকা চাঁদা দাবির কথা স্বীকার করেন এবং   নিজেকে বিএনপির কর্মী বলে পরিচয় দেন।

আসামী আরিফ আরো বলেন, মামুদপুর মধ্য পাড়া গ্রামের বয়ছের আলীর ছেলে হারাজুল ইসলাম (৩৬) ২নং ওয়ার্ড যুবদল এর সাংগঠনিক সম্পাদক নুর হোসেন( ৩৬),  মামুদপুর মধ্যপাড়ার আলম (৩৭) এর ইন্ধনে তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রদের নাম করিয়া চাঁদা দাবি করেছেন ।

শিক্ষার্থীরা বলছেন, আমরা আসছি মানুষের সেবা করতে, কোনো চাঁদা তুলতে আসিনি। সে কেন এভাবে চাঁদা তুলবে? আমাদের নাম ভাঙিয়ে যখন সে চাঁদাবাজি করছে বলে জানতে পেরেছি তখনই আমরা তাকে আটক করে থানায়  নিয়ে এসেছি। আমরা শুরু থেকে নিজের টাকা খরচ করে সকল কর্মসূচী করে যাচ্ছি আর যাতে অন্য কেউ এমন কাজ করতে সাহস না পায় সেজন্য এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাফফর হোসেন বলেন চাঁদাবাজির অভিযোগে শিক্ষার্থীরা আরিফ নামের এক যুবক কে আটক করে রাতে পুলিশ হেফাজতে দেন এবং থানায় লিখিত এজাহার দায়ের করেন  সকালে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নওগাঁ দর্পন
এই বিভাগের আরো খবর