ব্রেকিং:
করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব নওগাঁর সাপাহারে বিএসএফের হাতে আটক দুই কলেজ ছাত্র তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী নওগাঁয় মন্দিরের জায়গা দখলের চেষ্টা ও মারধরের প্রতিবাদে মানববন্ধন ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক সরানো হচ্ছে নওগাঁর ঢাকা বাসস্ট্যান্ড নওগাঁয় জানালার গ্রিল কেটে ৩০ ভরি স্বর্ণালঙ্কার ও ৭০ লাখ টাকা লুট

শুক্রবার   ২৯ আগস্ট ২০২৫   ভাদ্র ১৩ ১৪৩২   ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

নওগাঁ দর্পন
সর্বশেষ:
করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব নওগাঁর সাপাহারে বিএসএফের হাতে আটক দুই কলেজ ছাত্র তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী নওগাঁয় মন্দিরের জায়গা দখলের চেষ্টা ও মারধরের প্রতিবাদে মানববন্ধন ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক সরানো হচ্ছে নওগাঁর ঢাকা বাসস্ট্যান্ড নওগাঁয় জানালার গ্রিল কেটে ৩০ ভরি স্বর্ণালঙ্কার ও ৭০ লাখ টাকা লুট
৪৪

নওগাঁয় লক্ষাধিক টাকার শত বছরের সরকারি দুটি নিমগাছ কেটে ফেলার অভিয

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৫  

নওগাঁ সদর উপজেলার চুন্ডিপুর ইউনিয়ন পরিষদের (সাবেক বি,এস কোয়ার্টার) উপসহকারী কৃষি কর্মকর্তার আবাসিক ভবনের পাশে প্রায় শত বছর বয়সের দুটি বিশাল নীম গাছ কোন টেন্ডার বা কোটেশন ছাড়াই এলাকার প্রভাবশালী গাছ খেকো সুমন ও নাজমুল বিরুদ্ধে কেটে ফেলে অভিযোগ উঠেছে। 

 

রবিবার (২৪ আগস্ট) সারাদিন ধরে এই সরকারি গাছ কর্তন করে মূল অংশ ফেলে রেখেছে আর খড়ি ও শাখা প্রশাখা তারা নিয়ে গেছে। এলাকাবাসীরা মৌখিক ভাবে বাধা প্রদান করলেও কোন কর্ণপাত করেনি। সুমন চুন্ডিপুর গ্রামের মৃত ইসমাইলের পুত্র ও নাজমুল একই গ্রামের ইসরাইলের পুত্র। তারা দুজনেই এলাকার সরকারি গাছ খেকো, এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও বিএনপির হাইব্রিড কর্মী বলে এলাকাবাসীদের সূত্রে জানা গেছে।

 

সূত্রে জানা গেছে, সদর উপজেলার চুন্ডিপুর পুরাতন ইউনিয়ন পরিষদের পাশে কৃষকদের বিভিন্ন ফসল ধান, পাট, শাকসবজি চাষে উদ্বুদ্ধকরণ এবং ভাল ফলনের জন্য সরকারি ভাবে পরিষদের পাশে সরকারি জায়গার উপর ব্লক সুপারভাইজার (বি,এস) দের আবাসিক ভবন তৈরি করে তারা পরিবার পরিজন নিয়ে বসবাস করত। কৃষকদের ফসল যাতে ভালোভাবে করতে পারে, সময়মতো সার কীটনাশক দিয়ে ভাল ফলন করতে পারে সেজন্য তাদেরকে দিক নির্দেশনা দিত। ভবন গুলো বেশির ভাগই পরিত্যক্ত হওয়ায় কালের বিবর্তনে বি,এস থেকে এখন কৃষি উপসহকারী কর্মকর্তা হিসাবে পদোন্নতি হলেও ইউনিয়নে তাদের পোস্ট থাকলেও ভবনে কেহ আর থাকে না। ওই সময়ের সেখানে একটি প্রায় শত বছরের দুটি নিমগাছ ছিল। যার আনুমানিক মূল্য হবে লক্ষাধিক টাকা।

 

হঠাৎ এলাকাবাসীরা রবিবার সকালে দেখতে পায় সুমন ও নাজমুল মিলে তারা কোন টেন্ডার বা কোটেশন ছাড়াই গাছ কর্তন করছিল। এলাকাবাসীরা মৌখিক ভাবে বাধা প্রদান করলেও তারা কিছুই শোনে নি বরং তারা বলছিল সদর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে তারা গাছ কর্তন করছে। তারা দুজনেই প্রভাবশালী, এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও বিএনপির হাইব্রিড কর্মী। বিএনপির বা অঙ্গ ও সহযোগী সংগঠনেরও নেতা নয় তারা। আওয়ামীলীগের শাসন আমলে তারা পালিয়ে ছিল। ৫ আগস্ট ২০২৪ এর পর তারা ভোল্ট পাল্টিয়ে এলাকায় বিএনপির হাইব্রিড কর্মী পরিচয় দিয়ে তারা সন্ত্রাসী ও চাঁদাবাজি করছে। তাদের ভয়ে কেহ মুখ খুলতে সাহস পায় না। গাছ কাটার ব্যাপারে সুমন ও নাজমুলের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে ফোন বন্ধ থাকায় তাদের কোন মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

 

এ ব্যাপারে সদর উপজেলা কৃষি কর্মকর্তাকে ওই গাছ কাটার বিষয় জানতে চাইলে তিনি জানান, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। তার অফিস থেকে কোন গাছ কাটার টেন্ডার বা কোটেশন কিছুই করা হয়নি। বিষয়টি জরুরি বিভিত্তে খেবেন বলে জানান তিনি।

 

এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীনের কাছে জানতে চাইলে তিনি গাছ কাটার ব্যাপারে কিছুই জানেন না। তবে কেহ যদি অন্যায় ভাবে জোর পূর্বক প্রকাশ্যে দিবালোকে সরকারি দুটি বিশাল গাছ কাটে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।

নওগাঁ দর্পন
এই বিভাগের আরো খবর